মোঃ নুর উদ্দিন শেখ,
পিরোজপুর প্রতিনিধি।।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, স্বাধীনতা বিরোধী একটি চক্র, যারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করেনা, যারা বাংলাদেশের উন্নয়নকে বিশ্বাস করেনা, বাংলাদেশের উন্নয়ন দেখে যারা ঘুমাতে পারেনা সেই চক্র আবার সক্রিয় হয়ে উঠেছে। এই চক্র যাতে কোন ভাবেই আমাদের সৌহার্দের যে বন্ধন,
আমাদের উন্নয়নের ধারাবাহিকতা, আমাদের শান্তিপূর্ণ যে সহঅবস্থান সেটা যেনো কোনভাবে নষ্ট করতে না পারে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে। ধর্ম নিয়ে কাউকেই বাড়াবাড়ি করতে দেয়া হবে না।
বৃহস্পতিবার পিরোজপুর জেলা ষ্টেডেয়ামের অডিটরিয়ামে পুলিশের পৃষ্ঠপোষকতায় দাবা-লীগের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি ভার্চুয়ালি এসব কথা বলেন।
মন্ত্রী পুলিশ বিভাগ ও প্রশাসনের উদ্দেশ্য বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, এ জাতিয় ঘটনার নুন্যতম কোন আচার আচরণের তথ্য পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নিতে হবে। কোন ব্যক্তি বিশেষের সার্থে সারা বাংলাদেশের উন্নয়ন এবং সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করতে দেয়া যাবে না।
পিরোজপুর স্টেডিয়ামের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো. সাইদুর রহমান (পিপিএম সেবা) এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন বিশেষ অতিথি জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সোনালী অতীত ক্লাব ও রানার্সআপ হয়েছে শহিদ খোকন স্মৃতি ক্লাব।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ ও প্রশাসন মোল্লা আজাদ হোসেন, পিরোজপুর প্রেসক্লাবের আহবায়ক:+ গৌতম চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীবসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, মিডিয়া কর্মীবৃন্দ এবং ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৬ অক্টোবর এ লীগ খেলা শুরু হয়। ৫ দিনব্যাপী এ লীগ প্রতিযোগিতায় ৮টি ক্লাবের ৪৮ জন দাবারু অংশগ্রহণ করে।