
মাকসুদুল হোসেন তুষার,
দ্রুত সময়ের মধ্যে জুলাই’২৪ গণহত্যার বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মুহাম্মাদ জাহাঙ্গীর কবির।
এ সময় তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানে তাজা রক্তের বিনিময়ে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। জুলাই আন্দোলনে অংশগ্রহনকারীদের উপর স্বৈরাচার সরকার গণহত্যা চালিয়েছে। যার ফলে অনেকে নিহত ও আহত হয়েছে। কিন্তু এখনো গণহত্যার কোনো বিচার হয়নি। গণহত্যার বিচার অতি দ্রুত বাংলাদেশের মাটিতে করতে হবে।
মঙ্গলবার (৫-ই আগষ্ট) বিকেলে ভূলতা গাউছিয়া বাস স্টেশনে ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানা শাখার সভাপতি মুফতী ইমদাদুল্লাহ হাশেমীর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মাদ মাকসুদুল হাসান এর সঞ্চালনায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানা শাখার সভাপতি মুফতী ইমদাদুল্লাহ হাশেমী বলেন, জুলাই আন্দোলনে আমাদের প্রত্যাশা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়া। কিন্তু বাংলাদেশে আবারো নতুন স্বৈরাচার গড়ে উঠার ষড়যন্ত্র চলতেছে। ইনশাআল্লাহ যদি বাংলাদেশে কোনো স্বৈরাচার নতুনভাবে জেগে উঠে তাহলে আবারো আমরা গণঅভ্যুত্থান রচিত করবো।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানা ও সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দসহ আরো অনেকে।