
দৈনিক আজকের বাংলা,
দেশীয় প্রযুক্তিতে বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্র তৈরি করছে ভারত। অগ্নি-৫ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের দুটি নতুন ভার্সন তৈরি করছে দেশটির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।
নতুন অগ্নি-৫ মাটির ৮০ থেকে ১০০ মিটার গভীরে গিয়ে কংক্রিটের আস্তর ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। এটি প্রায় ৭,৫০০ কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে সক্ষম হবে।
দুটি সংস্করণের মধ্যে একটি আড়াই হাজার কিলোমিটার দূরত্বের মধ্যে বাংকার বাস্টারের মতো কাজ করবে এবং সুপারসনিক গতিতে আঘাত হানবে। অন্যটি পাঁচ হাজার কিলোমিটারের বেশি দূরত্বে পারমাণবিক অস্ত্র বহন করতে পারবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় জিবিইউ-৫৭ বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছিল, যা বড় ধরনের ক্ষয়ক্ষতি ডেকে আনে। ভারতের অগ্নি-৫কেও জিবিইউ-৫৭ এর সমতুল্য শক্তিশালী অস্ত্র হিসেবে দেখা হচ্ছে।
ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য ডিডাব্লিউকে বলেছেন, “এটি একটি শক্তিশালী ডিটারেন্ট হিসেবে কাজ করবে। প্রতিটি দেশের মাসল পাওয়ার বাড়ানো প্রয়োজন। ভারতের সামরিক বাহিনীর কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন।”