
কক্সবাজার অফিস
শিশু অধিকার সুরক্ষায় ডিএসকের উদ্যোগে অংশীজনদের মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK)-এর আয়োজনে সোমবার ১২ মে কক্সবাজারের উখিয়া উপজেলার সোনার পাড়া এলিট লাইভ ফিশ রেস্টুরেন্ট-এ শিশু অধিকার সুরক্ষায় অংশীজনদের অংশগ্রহণে দিনব্যাপী মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।
ওই কর্মশালায় উখিয়া ও রামু উপজেলার পালংখালী, খুনিয়াপালং ও দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সমাজভিত্তিক শিশু সুরক্ষা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। তারা বিগত এক বছরে শিশু অধিকার রক্ষা ও সুরক্ষার জন্য গৃহীত কার্যক্রম, চ্যালেঞ্জ, লেসন লার্ন এবং উদাহরণযোগ্য ভালো চর্চা (Good Practice) তুলে ধরেন। পাশাপাশি, ভবিষ্যতে আরও কার্যকরভাবে শিশু সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পরিকল্পনাও উপস্থাপন করেন।
কর্মশালায় দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK)-প্রধান কার্যালয় থেকে বক্তব্য রাখেন যুগ্ন পরিচালক (প্রকল্প) প্রদীপ কুমার রায়। খুনিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডর ইউপি সদস্য নসুরুল্লা, ২নং ওয়ার্ডর ইউপি সদস্য জানে আলাম এবং দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ১, ২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের নারী ইউপি সদস্য মিনুয়ারা বেগম।
কর্মশালাটি সঞ্চালনা করেন প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার (শিশু সুরক্ষা) নাছিমা শাহীন। দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র-এর সিনিয়র প্রকল্প ব্যবস্থাপক মর্তুজ আলী প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন প্রদান করেন।
এছাড়া কর্মশালায় আরও উপস্থিত ছিলেন প্রকল্পের বিভিন্ন পর্যয়ের কর্মকতা কমী বৃন্দ চঞ্চলা পাল (টেকনিক্যাল ম্যানেজার, আত্ম-সহায়ক দল), শফিকুল ইসলাম (টেকনিক্যাল ম্যানেজার, সোশ্যাল ইনক্লুশন অ্যান্ড ইয়ুথ)। লক্ষন চন্দ্র বিশ্বাস, হিসাব কর্মকর্তা।
এই আয়োজন সফল করতে প্রকল্পের অন্যান্য সহকর্মীবৃন্দ কামরুন নাহার, অমিত সরকার অমিত চন্দ্র সরকার, আছমা বেগম, ফাইজা সাদিয়া, আবুল কালাম ও রিয়াজ উদ্দিন নিরলসভাবে সহায়তা করেন। এই কর্মশালা স্টেকহোল্ডারদের মাঝে শিশু অধিকার ও সুরক্ষাবিষয়ক সচেতনতা ও সমন্বয় জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।