মনজিদ আলম শিমুল,
দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরে শীতার্ত মানুষের মাঝে চেম্বার অব কমার্সের শীতবস্ত্র বিতরণ
দিনাজপুরে ইউনিয়ন ব্যাংকের সহযোগিতায় অসহায়, গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি।
২১ জানুয়ারি শুক্রবার সকাল ১১টায় দিনাজপুর শহরের মালদাহপট্টিস্থ চেম্বার ভবন প্রাঙ্গণে উক্ত শীতবস্ত্র বিতরণ করে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি।
গরীব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম।
এসময় উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন চেম্বারের পরিচালক মোছাদ্দেক হুসেন, জহির খান, ইউনিয়ন ব্যাংক দিনাজপুর শাখা ম্যানেজার মো. আমিরুজ্জামান লাল।
প্রসঙ্গত, শীত নিবারণে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
যা শীত চলাকালীন পর্যন্ত চলমান থাকবে বলে জানিয়েছে চেম্বার কর্তৃপক্ষ।