আব্বাস আলী। ঝিনাইদহ জেলা প্রতিনিধি।।
মংগলবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২১
ঝিনাইদহের শৈলকুপায় তিন ফুট জমির জন্য আপন ভায়ের হামলায় অপর ভাই নিহত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের শিতালী ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
বিভিন্ন সুত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত ভাগাভাগি নিয়ে দু’ভায়ের মধ্যে দির্ঘদিনের মনোমালিন্যে রুপ নেই সংঘর্ষ। দুলাল শেখ নিজে তার আপন ভাই আজিজুল ও ভাতিজা শাহাদৎকে কুপিয়ে জখম করে। আহতদের গুরুতর জখম অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার পরিপেক্ষিতে উন্নত চিকিৎসার জন্য আজিজুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে দশটার দিকে মারা যায়।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোমবার সকালে আপন ভাইদের মধ্যে জমি নিয়ে সংঘর্ষ হয়। তখন আপন ভাই দুলাল শেখ আজিজুল শেখ ও তার ছেলে শাহাদৎ শেখকে কুপিয়ে আহত করে । পরে চিকিৎসাধীন অবস্থায় আজিজুল মারা যায়। হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।