
তিতাস- কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে ১ শত পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায় তিতাস থানার এসআই মো.আনিছুর রহমান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযানের ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ অক্টোবর রবিবার বিকাল ১৬.৪৫ ঘটিকায় উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের রঘুনাথপুর (সাতানী) সাকিনের উত্তরপাড়া জামে মসজিদ ও ঈদগাহ’র সামনে পাকা রাস্তার উপর থেকে ১ শত পাঁচ পিস ইয়াবা টেবলেটসহ মাদক কারবারি আল আমিন (২৮)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।গ্রেপ্তারকৃত মাদক কারবারি আল আমিন ভিটিকান্দি ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত শান্তি মিয়ার ছেলে।এ ঘটনায় থানায় মামলা রুজু করে গত ৯ অক্টোবর সোমবার গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।