তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে আ.লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ন্যাশনাল ব্রিকফিল্ড থেকে ইট লুটের ঘটনায় থানায় দুটি অভিযোগ দায়ের করেছেন পার্টনার মো.জামাল হোসেন ও মো.নজরুল ইসলাম।
গত রবিবার সকালে স্থানীয় জনতা ব্রিকফিল্ড থেকে লুট করা ৫টি ইটের গাড়ি আটক করে আসমানিয়া বাজারে নিয়ে এসে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইটসহ গাড়ি জব্দ করে থানায় নিয়ে যায়।এবিষয়ে জামাল হোসেন বলেন- আবুল হোসেন মোল্লার সঙ্গে আমিসহ নজরুল ইসলাম ওই ব্রিকফিল্ডে পার্টনার আছি।ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আবুল হোসেন মোল্লা এলাকা ছেড়ে চলে যায়।এই সুযোগে স্থানীয় ওয়ার্ড আ.লীগের সভাপতি শামছুল হক মোল্লা বাহিরাগত লোকজনের সহযোগিতায় গত ১০ নভেম্বর থেকে শুরু করে গত ১৭ নভেম্বর পর্যন্ত ওই ব্রিকফিল্ডটি জোর পূর্বক দখল করে সাড়ে চার লাখ ইট নিয়ে যায়।আমরা তাকে একাধিকবার নিষেধ করার পরও সে আমাদের কথা শোনেন নাই।শামছুল হক মোল্লা যেভাবে ইট গুলো নিয়ে যায়- তাহলে আমাদের কোটি কোটি টাকা পাবো কীভাবে।সেজন্যই আমি গত রবিবার সামছুল হক- ৭০- নুর মোহাম্মদ-৩৫- সহ অজ্ঞাত নামা আরও ২০-৩০ জনের নামে তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। এলাকাবাসীর হাতে আটক ইটের গাড়ি গুলো থানায় নিয়ে যায় পুলিশ।তিতাস থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ বলেন, এটা পার্টনারদের বিষয় কারোরই কোন কাগজপত্র নেই। অভিযোগ যা পেয়েছি তা খতিয়ে দেখব।