
আব্বাস উদ্দিন:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়,গত ২৮ মার্চ শুক্রবার বিকেলে সরাইলের আকাশী হাওরে তিতাস ও পুটিয়ার মাঝামাঝি স্থানে খোলা আকাশের নীচে অনুষ্ঠিত হয় ‘তরী’ বাংলাদেশ সরাইল উপজেলা শাখার আলোচনা সভা। আলোচনার মূল বিষয় ছিল নদী ও প্রকৃতি সুরক্ষায় করণীয়। সংগঠনের সরাইল শাখার আহবায়ক মোহাম্মদ মাহবুব খানের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল। সদস্য সচিব শাহগীর মৃধার সঞ্চালনায় বক্তব্য রাখেন- লেখক গবেষক, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জীব কুমার দেবনাথ, উত্তর কালিকচ্ছ মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক, সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আইয়ুব খান, সরাইল সরকারী কলেজের ইংরেজী বিষয়ের প্রভাষক রুহুল আমীন রুবেল, ব্যবসয়ী মো. জসিম মিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আলমাস, তরীর সম্মানিত সদস্য লেখক মো. আবুল কাশেম তালুকদার, মো. বেলাল মিয়া, মো. শাহিন শাহ, মো. শাহিন শাহ, মো. মুখলেছুর রহমান। বক্তারা বলেন – দখল দূষণে অস্তিত্ব হারাচ্ছে পরিবেশের শিরা উপশিরা ধমনি অর্থাৎ নদ নদী খাল বিল। ফলে ধ্বংস হয়ে যাচ্ছে জীব বৈচিত্র ও আমাদের পরিবেশ। নদী আর পরিবেশের সুরক্ষায় কাজ করছে ‘তরী’ সরাইল শাখার সদস্যরা। আমরা তরী পরিবারের জনহিতকর এই কাজের সাথে একাত্বতা ঘোষণা করছি। নদী ও পরিবেশ রক্ষায় আমরা যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমরা তরী পরিবারের সকল কাজের সাথে আছি। সবশেষে তরীর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে শেষ হয় তরীর আলোচনা সভা।