মোঃ আসিফুজ্জামান আসিফ
সিনিয়র ষ্টাফ রিপোর্টার।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় বন্ধ হয়ে যাওয়া ঢাকা জেলার আশুলিয়া থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১০ আগস্ট) বিকাল ৪ টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যরা এই কার্যক্রম শুরু করেন।
এর আগে- সকাল থেকে থানা প্রাঙ্গণ নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয়রা। পরে বিকালে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে থানায় প্রবেশ করেন পুলিশ সদস্যরা। এসময় তাদের ফুল দিয়ে স্বাগত জানান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়- মূল ফটক দিয়ে ঢুকতেই থানার ভবনের সামনে স্তুপ করে রাখা হয়েছে পুড়ে যাওয়া জিনিসপত্র। সেখানে পুলিশের পোশাক, ট্রাঙ্ক, গাড়ি, এসিসহ থানায় ব্যবহৃত বিভিন্ন পোড়া জিনিস পড়ে রয়েছে।
জানা যায়- গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সরকারি ভবনে হামলার পাশাপাশি দেশের বিভিন্ন থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আশুলিয়া থানাতেও হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।
এরপর থেকে বন্ধ হয়ে যায় থানার সমস্ত কার্যক্রম। তবে শিক্ষার্থী ও সেনাবাহিনীর সহযোগিতায় সহিংসতার ৫ দিন পর আজ আবারও আশুলিয়া থানা পুলিশের কার্যক্রম শুরু হয়।
এসময় থানা ভবনের বাইরে দাঁড়িয়ে উপস্থিত জনতার সামনে বক্তব্য রাখেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- এএফএম সায়েদ।
তিনি বলেন- আমরা সবসময় জনগণের নিরাপত্তা দিয়েছি। আমরা শিক্ষার্থী ও জনগণের সহযোগিতায় আবারও থানার কার্যক্রম শুরু করেছি। আমরা শিক্ষার্থী ও জনগণের সহযোগিতা চাই। তাদের সহযোগিতায় দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনব।
এসময় শিক্ষার্থীরা জানান- তারা নতুন বাংলাদেশ গঠনে পুলিশের সহযোগী স্বেচ্ছাসেবক হয়ে কাজ করবেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও স্বাভাবিক রাখতে সবসময় পুলিশের পাশে থাকার আশ্বাস দেন শিক্ষার্থীরা।