
মোঃ ফারুক মিয়া, সিলেট
দীর্ঘ সতেরো বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী সিলেটের কৃতিসন্তান দেশের খ্যাতিমান চিকিৎসক ডা. জুবাইদা রহমানের স্বদেশ প্রত্যাবর্তন করছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরিয়ায় সিলেটে ছাত্রদলের সাবেক নেত্রীবৃন্দদের উদ্যোগে স্বাগত মিছিল করেন। সেমবার দুপুর ১২ টায় সিলেট নগরীর চৌহাট্রার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু করে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কৌর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির সদস্য বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগরের সাবেক যুগ্ম আহবায়ক হুমায়ূন কবির শাহিন, এডভোকেট আসলাম, যুবদলের সিলেট জেলার সাবেক সভাপতি আব্দুল মান্নান,স্বেচ্ছা সেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী, এয়ারপের্ট থানার বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমসু সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।
স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ ছেড়েছিলেন ডা. জুবাইদা রহমান। এরপর একে একে ১৭টি বছর কেটে গেলেও দেশে ফিরতে পারেননি তিনি। স্বামী তারেক রহমান ও একমাত্র সন্তান জায়মা রহমানকে নিয়ে লন্ডনে ছিলেন। অবশেষে শাশুড়ি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন জুবাইদা রহমান।
বদরুজ্জামান সেলিম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী সিলেটের কৃতিসন্তান দেশের খ্যাতিমান চিকিৎসক ডা. জুবায়দা রহমান সিলেটের মান উন্নয়নে এবং দেশের উন্নয়নের জন্য একটি মুখ্য ভূমিকা রাখবেন। চিকিংসা, শিক্ষা, রাজনীতি, রাষ্ট্রের উন্নয়নের জন্য একটি বিশেষ ভূমিকা রাখতে পারবেন ডাঃ জুবায়দা রহমান। তিনি দীর্ঘ সতেরো বছর লন্ডনে বসবাস করলেউ সব সময় বাংলাদেশের জন্য তথা বাংলাদেশের সমগ্র জাতির জন্য ভূমিকা রেখেছিলেন।