
মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, (চট্টগ্রাম)
চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) সংসদীয় আসনে আসন ছাড়লেন জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আবদুল মালেক চৌধুরী। এর ফলে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন খেলাফত মজলিশের কেন্দ্রীয় নেতা মাওলানা নাসির উদ্দিন মুনির। তিনি রিকশা প্রতীক নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জানা গেছে, নির্বাচনী সমন্বয় ও ভোট বিভাজন ঠেকানোর কৌশলগত সিদ্ধান্তের অংশ হিসেবেই জামায়াত তাদের প্রার্থী প্রত্যাহার করে নেয়। দীর্ঘ আলোচনার পর ১০ দলীয় জোট সর্বসম্মতভাবে হাটহাজারী আসনে খেলাফত মজলিশের প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়।
মাওলানা নাসির উদ্দিন মুনির বলেন, হাটহাজারীর সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি নির্বাচন করছেন। তিনি আশা প্রকাশ করেন, জোটের ঐক্যবদ্ধ সমর্থনে এই আসনে জনগণ একটি বিকল্প ও নীতিনিষ্ঠ রাজনীতির পক্ষে রায় দেবে।
অন্যদিকে অধ্যাপক আবদুল মালেক চৌধুরী বলেন, বৃহত্তর রাজনৈতিক স্বার্থ ও জোটের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি জোটপ্রার্থীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সিদ্ধান্ত চট্টগ্রাম-৫ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে এবং জোট রাজনীতিতে হাটহাজারী এখন আরও গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।















