
দৈনিক আজকের বাংলা ডেস্ক,
ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত উৎসব ও ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠান দিনব্যাপী চলমান রয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টা ১৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়।
দুপুরের পর থেকেই অনুষ্ঠানস্থলে সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। মঞ্চ ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বিকেল ৫টায় ঘোষণাপত্র পাঠের সময় নির্ধারিত থাকলেও, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
দুপুর ১টার ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, ঢাকায় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার গতিতে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
দুপুর ১২টায় রাজধানীর তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৭ শতাংশ। এর আগে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.১ ডিগ্রি সেলসিয়াস।