মোঃ নুর উদ্দিন শেখ
পিরোজপুর প্রতিনিধি।।
পিরোজপুর জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় আজ শনিবার ।
দি চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি এর অফিস ভবনে ।
জেলা জাতিয় পার্টির আহবায়ক জনাব তৈহিদ সেখ এর সভাপতিত্বে জেলা জাতীয়পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বসির আহম্মদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রের্সিডিয়াম সদস্য,অতিরিক্ত মহাসচিব ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক কমিটির আহবায়ক মেজর ( অবঃ) রানা মোহাম্মদ সোহেল এম,পি , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল জেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহাসিনুল ইসলাম হাবুল। প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব বরিশাল জেলা জাতিয় পার্টির সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হোসেন তাপস ।
এ ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন পিরোজপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলহাজ্জ মোহাম্মদ নজরুল ইসলাম ও পিরোজপুর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
এ সময় মতবিনিময় সভায় বক্তরা বলেন, জাতীয় পার্টি থেকে দল ছুটদের চিহ্নিত করতে হবে ।
আমরা জি,এম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি, তার প্রতি আমাদের পূনাঙ্গ আস্হা আছে। মূল স্রোত ধারার বাইরে অন্য কোন জাতীয় পার্টি হতে পারে না বা থাকতে পারে না ।