
মোঃ আবু কাওছার মিঠু নারায়ণগঞ্জ প্রতিনিধি:
সৃষ্টির ধারাবাহিকতায় কিছু মানুষের জন্ম হয় সমাজ ও রাষ্ট্রের সেবায় নিজের জীবনের মূল্যবান সম্পদ ও সময় জ্ঞানকে কাজে লাগিয়ে কিছু সাফল্য কর্মযোগ্য সম্পাদন করে, তেমনই একজন মানুষ জনপ্রিয় জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার সম্পাদক সোজাসাপ্টা কথার অধিকারী প্রতিবাদী অন্যায়ের বিরুদ্ধে কঠোর সৈনিক তারুণ্যের প্রতীক সম্পাদক রবিন সিদ্দিকীর জন্মদিন।
৬০ তম এ শুভ জন্মদিন উপলক্ষে গত ৩১শে আগস্ট রোজ শনিবার সন্ধ্যায় প্রতিনিধি, স্টাফ রিপোর্টার, তৃতীয় মাত্রার পরিবারবর্গ ও, বিভিন্ন ক্লাব অফিসসহ জেলা ভিত্তিক বিভিন্ন সংস্থা জন্মদিন পালন, ছাড়াও জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার নিজস্ব ভবনে
অফিস স্টাফ ছাড়াও ঢাকা সিটি রিপোর্টার উত্তরার সাইফুল ইসলাম একা ও তার পরিবারবর্গ। নোয়াখালীর বেগমগঞ্জ সুজন মাহমুদ। মিরপুরের জোবায়ের আলম সৈকত, ইমরান, মিরপুরের নয়ন,
সাতক্ষীরার বুড়ো টিপ আমিনুর হোসেন
নাটোর জেলার লালপুর থানার কোরবান আলী। সিরাজগঞ্জ জেলা প্রধান খান।
কক্সবাজারের ব্যুরো চীফ আমিন উল্লাহ ।
রূপগঞ্জের আবু কাওসার মিঠু, উল্লাপাড়ার প্রতিনিধি আশরাফুল ইসলাম। বন্দর পতেঙ্গা প্রতিনিধি মোঃ কাউসার আশরাফী। সহযোগিতা, সেই সাথে তৃতীয় মাত্র পত্রিকার সাথে থাকা পাঠক ও প্রতিনিধিদের মিলন মেলার ও জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভেচ্ছা ও জন্মদিনের কেক কাটা হয়।
ভুমিষ্টের পর থেকে মাতৃ স্নেহে বেড়ে ওঠা রবিন সিদ্দিকীর বলেন জীবনকে মানব কল্যানে উৎসর্গ করতে পারি, সেজন্য তিনি এ শুভ জন্মদিনে পিতা-মাতা ও তার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।