
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের ময়না মিয়ার ছেলে ও মিরপুর বাজারের সফল ব্যবসায়ী স্বাদ এন্ড কোং এর পরিচালক ফয়সল হোসেন (৩০) আর নেই। রোববার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন।
২৬ সেপ্টেম্বর সোমবার বিকেলে নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। এতে সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার সহ হাজারো শোকার্ত জনতা অংশ নেন।
ব্যবসায়ী ফয়সল হোসেন অল্প বয়সে রাজনৈতিক ও সামাজিক ভাবে সুখ্যাতি অর্জন করেন। ফয়সল হোসেনের অকাল মৃত্যুতে তাঁর পরিবারে চলছে শোকের মাতম ও জগন্নাথপুর উপজেলাজুড়ে বইছে শোকের ছায়া।