
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় কোন ফিলিং স্টেশন নেই। একটি ফিলিং স্টেশনের অভাবে যুগযুগ ধরে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। জগন্নাথপুরে কয়েক হাজার গাড়ি থাকলেও ফিলিং স্টেশন না থাকায় গাড়ির পেট্রোল বা গ্যাস সংগ্রহের জন্য ৫০ থেকে ৬০ কিলোমিটার দুরে সিলেট অথবা সুনামগঞ্জে যেতে হয়। এতে সাধারণ যাত্রীদের গুণতে হয় অতিরিক্ত ভাড়া। কোন সমস্যার কারণে যেতে না পারলে গাড়ি থাকে অচল। তাই বাধ্য হয়ে যাত্রী না থাকলেও শুধু পেট্রোল বা গ্যাস সংগ্রহ করতে খালি গাড়ি নিয়ে সিলেট ও সুনামগঞ্জে যান চালকরা। জগন্নাথপুরে অনেক প্রবাসী, শিল্পপতি ও ধনাঢ্য ব্যক্তি থাকলেও কেউ কোন দিন একটি ফিলিং স্টেশন নির্মাণের উদ্যোগ নেননি। তারা করেছেন আলিশান বাড়ি নির্মাণের প্রতিযোগিতা।
অবশেষে সিলেটের ওসমানীনগর থানার কৃতী সন্তান বিশিষ্ট সমাজসেবক ও নাবির গ্রæপের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী ফরিদ নাবির এর উদ্যোগে জগন্নাথপুর পৌর শহরের হাসিমাবাদ এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের পাশে “নাবির পেট্রোলিয়াম এন্ড এলপিজি ফিলিং স্টেশন” নামে একটি ফিলিং স্টেশন নির্মাণের উদ্যোগ নিয়েছেন।
১৭ ডিসেম্বর শুক্রবার নাবির ফিলিং স্টেশন নির্মাণ কাজের উদ্বোধন করেন নাবির গ্রæপের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ফরিদ নাবির। এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, নাবির গ্রæপের পরিচালক দিলোয়ার হোসেন, সিদ্দিকুর রহমান তালুকদার, ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল প্রমূখ। এ সময় ব্যবসায়ী আমিনুল ইসলাম, আবুল খয়ের বাবুল, শিক্ষক শহিদুল ইসলাম, ব্যবসায়ী আবু সুফিয়ান তালুকদার, আনোয়ার হোসেন আনহার সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা জাহিরুল ইসলাম।
এদিকে-জগন্নাথপুরে ফিলিং স্টেশন নির্মাণের খবরে গাড়ি চালকদের মধ্যে আলাদা আনন্দ বিরাজ করছে। তাই ভোগান্তি লাঘবে দ্রæত স্টেশনটি চালু করতে তারা কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।