
সোমনাথ সেন শুভ, পটিয়া প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ছাত্র আন্দোলনে হামলার মামলায় কামরুল ইসলাম নামে এক এজহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার -১৫ ফেব্রুয়ারি- বিকাল ৩টার দিকে চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত কামরুল ইসলাম -৪০- পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝেরঘাটা এলাকার মৃত নুরুচ্ছফার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট পটিয়ায় ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। এসময় হামলা ও গুলির ঘটনায় অর্ধ শতাধিক ছাত্র আহত হন।
এ ঘটনায় গত ২৭ আগস্ট এনামুর রশীদ নামে এক আহত ছাত্র পটিয়া থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় এজহারভুক্ত ৫৫ নম্বর আসামি হিসেবে নাম আসে কামরুল ইসলামের।