সোমনাথ সেন শুভ, পটিয়া প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ছাত্র আন্দোলনে হামলার মামলায় কামরুল ইসলাম নামে এক এজহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার -১৫ ফেব্রুয়ারি- বিকাল ৩টার দিকে চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত কামরুল ইসলাম -৪০- পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝেরঘাটা এলাকার মৃত নুরুচ্ছফার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট পটিয়ায় ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। এসময় হামলা ও গুলির ঘটনায় অর্ধ শতাধিক ছাত্র আহত হন।
এ ঘটনায় গত ২৭ আগস্ট এনামুর রশীদ নামে এক আহত ছাত্র পটিয়া থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় এজহারভুক্ত ৫৫ নম্বর আসামি হিসেবে নাম আসে কামরুল ইসলামের।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮