
আহম্মেদ আল ইভান, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের চরভদ্রাসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ভোটারদের উদ্বুদ্ধ ও সচেতনতা তৈরিতে বিশেষ প্রচারণা চালানো হয়েছে। এ উপলক্ষে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র মাধ্যমে জনগনকে তথ্যচিত্র প্রদর্শন ও বার্তা প্রচার করা হয়ছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০ টায় চরভদ্রাসনের ৪ নং গাজিরটেক ইউনিয়নের চর হাজিগঞ্জ বাজার স্ট্যান্ডের মেইন পয়েন্টে ভ্রাম্যমাণ গাড়িতে এ প্রচারনা চালানো হয়।
“দেশের চাবি আপনার হাতে”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে চরভদ্রাসনে এই কার্যক্রম পরিচালিত হয়।
“ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’তে জুলাই গণঅভ্যুত্থান ও জুলাই যোদ্ধাদের ভূমিকা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা এবং ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বিষয়ে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
“এ সময়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাধারণ জনগণ, সাংবাদিক, শিক্ষার্থীরা, সুশীল সমাজ, প্রদর্শনীতে অংশগ্রহন করেন।

























