
স্টাফ রিপোর্টার,
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা বিএনপি’র যে প্রস্তুতিমূলক কমিটি করা হয়েছে, সেই কমিটিতে আওয়ামীলীগের দোসোরদের ঠাই হয়েছে, দাবি প্রস্তুতিমূলক কমিটিতে বাদ পড়া নেতাকর্মীদের, তারই প্রতিবাদে ত্যাগী বিএনপি’র নেতাকর্মীদের মশাল মিছিল, বৃহস্পতিবার ০৩-০৭-২০২৫ ইং রাত ৮ টায় চরভদ্রাসনের ৪ নং গাজীরটেক ইউনিয়নের
গাবতলার মোড়ে এই মশার মিছিল টি হয়।
” তাদের দাবি, বিগত দিনে যারা আওয়ামীলীগের মামলা হামলার, শিকার হয়েছে, বিএনপি’র দুঃসময় রাজপথে ছিল, মূলত তাদের দিয়ে কমিটি করা হোক, কোনো আওয়ামীলীগের দোসরদের কমিটিতে আমরা চাই না, পুনরায় ত্যাগী নেতাকর্মীদের দিয়ে প্রস্তুতিমুলক কমিটি করা হোক।
“এ সময় উপস্থিত ছিলেন, চরভদ্রাসন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সোহান মৃধা,
উপজেলা বিএনপি”র সাবেক যুগ্ন আহবায়ক সরোয়ার হোসেন সরো, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রিশাদ বেগ, করিম বেপারী সাবেক সদস্য উপজেলা বিএনপি,
মোঃ ফিরোজ ৪ নং গাজীরটেক ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সভাপতি, লুৎফর রহমান উপজেলা বিএনপি’র সদস্য , শেখ রফিক সদস্য , মোঃ পান্নু ৮ নং ওয়ার্ড সদস্য , মোস্তফা ৪ নং গাজীরটেক ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক, সহ- আরো অনেকেই উপস্থিত ছিলেন।।