
আহম্মেদ আল ইভান, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর-হরিরামপুর ইউনিয়নের হাজার বিঘা ও পশ্চিম চরশালেপুর নামক দুর্গম চরের ঘন কুয়াশার মধ্যে যেখানে সামান্য দূরে দু’ চোখে কিছুই দেখা যায় না, এমন আবহাওয়াতে চর অঞ্চলের নিন্মু আয়ের মানুষের কথা চিন্তা করে কম্বল নিয়ে ছুটে গেলেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও জালাল উদ্দিন, শীতার্তদের মাঝে বিতরন করতে। রবিবার (৪ জানুয়ারি) সকাল ১১ ঘটিকায় উপজেলা থেকে রওনা হয়ে চরঅঞ্চলের দু’টি পয়েন্টে প্রায় ৩শ’ কম্বল বিতরন করেন তিনি।
“এ সময় কম্বল বিতরন কালে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার, সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান ও ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন প্রমূখ। পদ্মা পারের প্রায় ৫ কি.মি দুর্গম চর এলাকার মেঠোপথ ধরে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের হাজার বিঘা চরের বালুরটেক নামক এলাকায় কম্বল পৌছানো হয় ঘোড়ার গাড়িতে করে । হতদরিদ্র প্রতিটি পরিবারে একটি করে ১৫০ পিচ কম্বল বীনামূল্যে বিতরন করা হয়। পরে উক্ত ইউনিয়নের পশ্চিম চরশালেপুর গ্রামের আশ্রয়ন কেন্দ্রে শীতবস্ত্র কম্বল নিয়ে হাজির হন ইউএনও। সেখানেও প্রতি পরিবারে একটি করে ১৫০টি শীতার্ত পরিবারের মাঝে ১৫০ পিচ কম্বল বিতরন করেন। এ নিয়ে গত দু’দিনে ইউএনও দুস্থদের মাঝে মোট ৬শ’ পিচ কম্বল বিতরন করেছেন বলে জানা যায়। জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডার ও দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর এসব কম্বল বরাদ্দ দিয়েছেন বলেও জানা যায়।

























