
মোঃ নেয়াজুর রহমান নয়ন চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশের বরমা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাংলা বাজার সংলগ্ন গ্রামীন ব্যাংকের দক্ষিণে চৌধুরীপাড়া এলাকায় জমির টপসয়েল কাটার সময় একটি স্কেভেটর জব্দ করেছে চন্দনাইশে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী।
সেনাবাহিনীর গোয়েন্দা গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন আরেফ আসমার জয় (১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) নেতৃত্বে গত মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করা। এছাড়া একই রাতে পৃথক অভিযানে চন্দনাইশ উপজেলাধীন ৮নং হাশিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর হাশিমপুর সৈয়দাবাদে অবৈধ গ্যাস ক্রসফিলিং কারখানা অভিযান চালিয়ে ৮০ টি ভরা, ৫৮০ টি খালি সিলিন্ডারের বোতল, অবৈধ কাজে ব্যবহৃত ০১টি হাওয়া মেশিন এবং বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। এছাড়া চন্দনাইশ আর্মি ক্যাম্পের উপর সার্বক্ষণিক নজরদারি এবং সেনাবাহিনীর গাড়ী বিভিন্ন অপারেশনাল কার্যক্রমের জন্য ক্যাম্প হতে বের হলে তথ্য পাচারের অভিযোগে ৪ জনকে আটক করা হয়।
সেনাবাহিনীর গোয়েন্দা গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় (১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) নির্দেশে বিভিন্ন পয়েন্ট হতে ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো জোয়ারা নগরপাড়ার মৃত ছালেহ আহমদের ছেলে মোঃ আব্দুল গফুর (৬২), উত্তর কাঞ্চননগরের মোহাম্মদের আলীর ছেলে মোঃ ফয়জুর রহমান (৪৫), কাঞ্চননগরের মৃত আফজাল আলীর ছেলে মোঃ জসিম (৩৬) এবং মৃত আহমেদ হোসেনের ছেলে জাহেদুল ইসলাম (৩৬)।
চন্দনাইশ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় জানান, তথ্য পাচারের অভিযোগে আটককৃতরা জিজ্ঞাসাবাদ অপরাধ স্বীকার করে। পরে তাদের চন্দনাইশ থানায় সোপর্দ করা হয়।