
এন রহমান নয়ন, চন্দনাইশ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে এক নারীসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার (৩০শে ডিসেম্বর) ভোররাতে চন্দনাইশ সেনা ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে খাগরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নুরু মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সেনা সূত্র জানায়, ভোর সাড়ে ৩টার দিকে নুরু মার্কেটে প্রথম ধাপের অভিযানে সাজেদা বেগম (৪০) -কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা বড়ি এবং ১৪ হাজার ৮০০ টাকা নগদ অর্থ জব্দ করা হয়।
পরবর্তীতে ভোর ৫টার দিকে একই এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালিয়ে নুর মোহাম্মদ (৪০), পিতা হারি মিয়া এবং মোঃ ওসমান (৩৮), পিতা মোঃ মকগুল (৬০)-কে গ্রেফতার করা হয়। এই ধাপে আরও ৩ হাজার ৫০৫ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
দুই ধাপে মোট ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ১৪ হাজার ৫০০ টাকা বলে জানানো হয়।
আটককৃত আসামিদের উদ্ধারকৃত ইয়াবা ও নগদ টাকাসহ চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
সূত্র জানায়, গ্রেফতারকৃত মোঃ ওসমান একজন রোহিঙ্গা নাগরিক। তিনি এফডিএমএন ক্যাম্প-২, ব্লক-বি এলাকায় বসবাস করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি এফডিএমএন ক্যাম্প-৬-এর বাসিন্দা মোঃ জাফর (৪৫)-এর কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে সহযোগীদের কাছে সরবরাহ করতেন।
অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর কর্মকর্তা বিএ-১০৯৪২, ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব।
সেনা সূত্র আরও জানায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।















