
মোঃ নেয়াজুর রহমান নয়ন চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ উপজেলা দোহাজারী পৌরসদরে চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কে পাশে দোহাজারী হাজারী টাওয়ারের সম্মুখে নির্মাণাধীন লিফট স্থাপনের কাজ ১৩-০৫-২০২৫ ইং(মঙ্গলবার) বিকাল তিনটায় অভিযোগের ভিত্তিতে পৌর কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়।এ সময় দোহাজারী পৌরসভার ইঞ্জিনিয়ার জনাব নাঈম উদ্দীন
ও ট্রেড লাইসেন্স শাখার বাবু বিধান বড়ুয়া উপস্থিত হয়ে নির্মাণাধীন স্থাপনার সকল কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা করেন। সে সাথে দোহাজারী পৌরসভার পৌর কর্তৃপক্ষের জরুরী বিজ্ঞপ্তি সম্বলিত লিফলেট লাগিয়ে দেন। এই ব্যাপারে জানতে চাইলে পৌর ইঞ্জিনিয়ার জনাব নাঈম উদ্দীন
জানান হাজারী টাওয়ারের সম্মুখে লিফট সদৃশ্য কাঠামো নির্মাণের অভিযোগ পৌর কতৃপক্ষের নিকট জানানো হলে দায়িত্বরত পৌর প্রশাসকের নির্দেশে অত্র নির্মাণাধীন স্থাপনার কাজ বন্ধ করে দেন। উক্ত অভিযোগের পৌর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অএ নির্মাণাধীন লিফট স্থাপনের কাজ বন্ধ রাখার কথা জানান।