
এন. রহমান নয়ন, চন্দনাইশ প্রতিনিধি:
উপজেলার গভীর অরণ্য ধোপাছড়ি চিড়িংঘাটা এলাকায় অতি কষ্টে ঝরাজীর্ণ ঘরে একাকি জীবন-যাপন করছেন ৮৫ বছরের বৃদ্ধ ইব্রাহিম
সরেজমিনে গিয়ে ৮৫ বছরের বৃদ্ধ ইব্রাহিমের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ ৫৪ বছর ধরে এখানে সে একাকি জীবন-যাপন করছেন। তাঁর ঝরাজীর্ণ ঘরটির জায়গাও নিজের নয়। কনকনে এ শীতে নেই কোনো শীত বস্ত্র, ঘরের চারিপাশে তেমন কোনো স্থায়ী ঠান্ডা নিবারনের জন্য বেষ্টনীও নেয়। অতি কষ্টে চলে তার জীবন।
তিনি জানান, তার গ্রামের বাড়ি রাউজান, নেই কোনো স্ত্রী বা সন্তান। তার বশত ঘরটি দেখলে মনে হবে একটি পরিত্যক্ত স্থাপনা। ঘরের উপরে ও পাশে কালো চেড়া পলিথিন দিয়ে ঘেরা। জীবন জীবিকার জন্য পাহাড় থেকে মরা কাঠ কেটে বিক্রি করে চলে জীবন-যাপন। মাঝে মধ্যে ভিক্ষা করেন বলে জানান তিনি। তাঁর রয়েছে পুরাতন ২টি লুঙ্গি, গায়ের ২টি কাপড়, পলিথিন দিয়ে চাউনি দেয়া একটি ঝরাজীর্ণ ঘর, ৩টি ডেক্সি, ১টি দা, ১ জোড়া চেড়া সেন্ডেল, কয়েকটি ইট দিয়ে চুলা তৈরি করে রান্না করে খান তিনি।
স্থানীয় সচেতন মহল এ বৃদ্ধের স্বাভাবিক জীবন-যাপনের জন্য স্থানীয় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।















