
চন্দনাইশ প্রতিনিধি মোঃনেয়াজুর রহমান নয়ন:
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার দোহাজারী পৌরসভায় স্থানীয় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
কর্মসূচির আওতায় মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে পৌরসভা চত্বরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক ডিপ্লোমেসি চাকমা।
প্রধান অতিথি বলেন, গাছ আমাদের পরম বন্ধু এবং পরিবেশ ও মানুষের কল্যাণে অপরিহার্য। গাছ আমাদের শ্বাস নেয়ার জন্য অক্সিজেন সরবরাহ করে। ফুল, ফল ও কাঠ সরবরাহ করে। বাতাসকে পরিশোধন করে, মাটির ক্ষয় রোধ করে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে সাহায্য করে। বন্য প্রাণির আবাসস্থল তৈরি করে। মোটকথা গাছের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। কিন্ত গাছের সংখ্যা কমে যাওয়া আবহাওয়ার আচরণ বদলে গেছে। পরিবেশ প্রকৃতি বাঁচাতে গাছ লাগানোর বিকল্প নেই। আমাদের বই পড়া উৎসবের মতো গাছ লাগানোর উৎসবও করতে হবে।
গাছের চারা বিতরণ কর্মসূচিতে বক্তব্য দেন, দোহাজারী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুদ্দিন, সহকারী প্রকৌশলী মোঃ নাঈম উদ্দিন, উপ সহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, উপ সহকারী প্রকৌশলী বিদ্যুৎ তন্ময় চাকমা, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সৈকত বড়ুয়া, হিসাব রক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, সুপার ভাইজার জমির উদ্দিন প্রমুখসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।