
শওকত আলম, কক্সবাজার
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর শিরোপা জিতেছে কক্সবাজার জেলা ফুটবল দল। রোববার (১১ মে) কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে কক্সবাজার ১-০ গোলে কুমিল্লা জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন কক্সবাজারের স্ট্রাইকার আমীর হাকিম বাপ্পি। প্রথমার্ধের ৪৪তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক শটে তিনি দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে কুমিল্লা সমতা ফেরানোর চেষ্টা করলেও কক্সবাজারের রক্ষণভাগ তাদের ঠেকিয়ে রাখে।
ফাইনাল শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আবদুর রশীদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা এই প্রতিযোগিতায় অংশ নেয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’) হন কক্সবাজারের গোলরক্ষক সাঈদী। ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন কৌশিক বড়ুয়া।