
নিউজ ডেস্ক:
উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, ৫ আগস্ট ২০২৪-এ ছাত্র-জনতা কর্তৃক বিতাড়িত ও ফ্যাসিবাদী একটি গোষ্ঠী প্রেস ক্লাবের নাম ও লোগো ব্যবহার করে এবং নির্বাচিত কমিটি হিসেবে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেস ক্লাবের কমিটি নিয়ে কুরুচিপূর্ণ, অশ্লীল ও লাঞ্ছনাকর মন্তব্য করে যাচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।
শনিবার দেওয়া এক বিবৃতিতে প্রেসক্লাব নির্বাহী কমিটি জানায়, বিগত জুলাই আন্দোলনের সময় যেই ফ্যাসিবাদী গোষ্ঠি আন্দোলনরত শিক্ষার্থীদের আইন- শৃংখলা বাহিনী ও ফ্যাসিবাদের পেটোয়া বাহিনীর হাতে তুলে দেয়ার মত ন্যাক্করজনক ভূমিকা রেখেছিলো সেইসব অপরাধীদের বিরুদ্ধে রাষ্ট্র যথাযথ ব্যবস্থা না নেয়ায় তারা এখন চট্টগ্রাম প্রেস ক্লাবের নাম ও লোগো ব্যবহার করে নানান রকম অপকর্মসহ প্রেসক্লাবের সুনামহানীকর তৎপরতা চালিয়ে যাচ্ছে। যা অত্যন্ত উদ্বেগজনক।
প্রেস ক্লাবের নির্বাহী কমিটি মনে করে, জুলাই আন্দোলনের বিরোধীতাকারী এই চক্রটির প্রায় প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ক্লাবের সদস্যদের নামে কুৎসা রটাচ্ছে আর প্রতিহিংসার বীজ বপন করছে।
এছাড়া বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব ও সাংবাদিকদের মধ্যে দূরত্ব সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের নাম ও লোগো ব্যবহার করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করছে চট্টগ্রাম প্রেসক্লাব নির্বাহী কমিটি।
প্রেসক্লাব ও সাংবাদিকদের মর্যাদা রক্ষার প্রয়োজনে ভবিষ্যতে আরও কঠোর অবস্থান নেওয়ার ক্ষেত্রে চট্টগ্রাম প্রেস ক্লাব অঙ্গীকারাবদ্ধ।
























