
মোঃ জাহিদুল ইসলাম সীতাকুণ্ড
চট্টগ্রামের ভাটিয়ারী এলাকায় স্থানীয় বাসিন্দারা ৪২ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছেন। স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা রোহিঙ্গাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।
স্থানীয়রা জানিয়েছে, আটককৃত রোহিঙ্গারা ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে ইন্জিনচালিত বোর্টে করে পালিয়ে কক্সবাজার যাওয়ার পথে ইন্জিনচালিত বোর্টটি নষ্ট হয়ে যাওয়ায় ভাটিয়ারী মজিদ স্টিল সংলগ্ন উপকূল দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা আটক করে।
এলাকাবাসী জানান আজ সকালে একটি বোর্ট দ্রুত কিনারে এসে রোহিঙ্গাদের নামিয়ে দেয়,এলাকাবাসীর সন্দেহ হলে, তাদের কজনকে জিগ্যাসাবাদ করে,এক পর্যায়ে রোহিঙ্গাগুলো স্বীকার করে যে ওরা ভাষানচরে তাদের দৈনিক যে খাদ্য চাহিদা ও হাহাকার করছি তাই আমরা দালালের মাধ্যমে উখিয়া যাওয়ার জন্য সকলে বের হই।
কিন্তু দালালরা আমাদের বোর্ট নষ্ট হয়ে যাওয়াতে এখানে নামিয়ে দেয়,আমাদের সাথে আরো বোর্ট ছিলো ওদের কে অন্য জাইগায় নিয়ে যায়,এদিকে রোহিঙ্গাদের সাথে থাকা বাচ্চা প্রায় ১০/১২জন খাবারের জন্য কাতর হয়ে পড়ছে দেখে এলাকাবাসী তাদের সকালের জন্য নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবারও আয়োজন করেন বলে জানান এলাকাবাসী।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান জানান আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুরা রয়েছেন। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে একটি বাসে করে ভাসানচরের উদ্যেশ্য পাঠানো হয়।