
মো. ইমরান হোসেন,
কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুর ও কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় পৃথকভাবে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে শহরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠ সংলগ্ন শহিদ স্মৃতি স্তম্ভে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা ও মহানগর আওয়ামী লীগ, শিল্প পুলিশ, গাজীপুর প্রেসক্লাব, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, এলজিইডিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে সকলেই পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও শহীদ বরকত স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের কুচকাওয়াচ, ডিসপ্লে ও পুরস্কার বিতরণ, বঙ্গতাজ অডিটোরিয়ামে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
অপরদিকে কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নানা কর্মসূচী পালিত হয়। গোলামনবী মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে কুচকাওয়াজ শেষে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহি কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন শিকদার, পৌরমেয়র মো. মজিবুর রহমান, সহকারী কমিশনার ভূমি মো.জামাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, অফিসার ইনচার্জ আকবর আলী খাঁন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম প্রমুখ। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।