
লিটন রানা,
গাজীপুরে গতকাল ৭ আগষ্ট রাত ৮ টার দিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮) হত্যার প্রতিবাদে আজ সকাল ১১ টায় ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাব শোক প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছেন।
প্রতিবাদ সভায় ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।প্রতিবাদ সভায় সাংবাদিকবৃন্দ তুহিন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ও হত্যাকারীদের অভিলম্বে গ্রেফতার দাবী করেন।এছাড়াও সাংবাদিকদের সুরক্ষার জন্য সরকারের পদক্ষেপ গ্রহনের দাবী জানান।
ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যবৃন্দ দাবী জানান, সাগর রুনী থেকে শুরু করে সকল সাংবাদিক হত্যাকান্ডের ও নির্যাতনের বিচার দাবী করেন।
ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দগণ বলেন যখন অন্ধকারে নিমজ্জিত হয় তখন সাংবাদিকেরাই আলোকবর্তিকা হয়ে জাতির সামনে সবকিছু তুলে আনেন,তাই সরকারের কাছে সাংবাদিকদের সুরক্ষার দাবী করে উপস্হিত সকল সাংবাদিককে ধন্যবাদ ও কৃতঞ্জতা জানিয়ে এই প্রতিবাদ সভা সমাপ্তি ঘোষনা করেন।