
মো.ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার
গাজীপুরের পাঁচটি উপজেলা ও ৩টি পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি।
গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্যসচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে বলা হয়, গাজীপুর জেলা বিএনপির অধীন সব ইউনিট কমিটিগুলোকে বিলুপ্ত ঘোষণা করা হলো।
দলীয় সূত্রে জানা যায়, গাজীপুরের পাঁচটি উপজেলা ও তিনটি পৌর বিএনপির কমিটি মেয়াদোত্তীর্ণ। যে কারণে সবগুলোতে আহ্বায়ক কমিটি করা হবে। আহ্বায়ক কমিটি গঠন করার আগে কমিটি বিলুপ্ত করার নিয়ম রয়েছে।
এদিকে উপজেলা ও পৌর কমিটিতে আহবায়ক ও সদস্য সচিব পদের জন্য প্রার্থীদের মধ্যে কালিয়াকৈর, শ্রীপুর, কাপাসিয়া, কালিগঞ্জ ও গাজীপুর সদর উপজেলা সহ তিনটি পৌর এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা ও লবিং চলছে।
বিএনপির তৃণমূল নেতা কর্মীরা বলেন, বিএনপির দুঃসময়ের ও দুর্দিনে অনেক নেতাদের দলীয় কর্মসূচিতে দেখা যায়নি, আজ তাদের পদ পদবীর জন্য দৌড়-ঝাপ শুরু করেছেন। এই সুবিধাবাদীদের অপতৎপরতার কারণে ত্যাগী নেতাকর্মীরা মূল্যায়ন পাচ্ছে না। উপজেলা ও পৌর আহবায়ক কমিটিতে ত্যাগী, স্বচ্ছ ও যোগ্য নেতাদের যথাযথভাবে মূল্যায়ন করার জন্য সংশ্লিষ্ট কেন্দ্রীয় নেতাদের প্রতি জোর দাবি জানিয়েছেন।
রাজনৈতিক মহল বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সময় যে সকল নেতৃবৃন্দ হামলা- মামলা,জেল-জুলুমসহ নানাবিধ হয়রানি-নির্যাতনের শিকার হয়েছে , তাদের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করা হলে তৃণমূল বিএনপি অনেক শক্তিশালী হবে।