উৎপল রক্ষিত
গাজীপুর প্রতিনিধি।।
গাজীপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নবম গ্রেড- সহকারী শিক্ষকদের ১০ গ্রেড ও শতভাগ পদোন্নতির দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয়ক পরিষদ এ মানববন্ধনে আয়োজন করেন।
বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠনের দাবি বাস্তবায়নের সভাপতি করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গাজীপুর মহানগর শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী- কালিয়াকৈর প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আরিফ দেওয়ান,
প্রধান শিক্ষক সমন্ধয়ক নজরুল ইসলাম প্রমুখ ।