মো. ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুর জেলায় নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট
জনাব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম মহোদয়ের সাথে কালিয়কৈর উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। উপজেলা সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো.কামাল উদ্দিন সিকদার, কালিয়াকৈর পৌর মেয়র মো.মজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.সেলিম আজাদ, সহকারী কমিশনার ভূমি অনিন্দ্য কুমার গুহ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন,বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ শাহাবুদ্দিন আহসান,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আকবর আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা প্রসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন হান্নান,
মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি মো.তোফাজ্জল হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় কর্মরত সকল সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।