
মো.ইমরান হোসেন,
গাজীপুরে পৃথক তিন মহাসড়কের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার শ্রীপুর, মহানগরীর ভোগড়া বাইপাস ও চক্রবর্তী এলাকায় এসব অগ্নিসংযোগ করা হয়। তিনটি ঘটনায় বাসগুলো পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রথম ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ১০টার দিকে গাজীপুর মহানগরের চক্রবর্তী এলাকার চন্দ্রা-নবীনগর মহাসড়কে । জ্যোতি ফিলিং স্টেশনের সামনে রাস্তার পাশে দাঁড়ানো একটি বাসের নিচে এক মেকানিক মেরামতের কাজ করছিলেন। এসময় মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন
দ্বিতীয়ত: ভোর পৌনে ৫টার দিকে শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায়। সেখানে পার্সোনাল ফিলিং স্টেশনের পাশে দাঁড়ানো বনশ্রী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান জানান, পার্সনাল ফিলিং স্টেশনের পাশে বনশ্রী পরিবহনের একটি বাস দাঁড়িয়ে ছিল। হঠাৎ দুর্বৃত্তরা এসে তাতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন ভোর ৫টা ২০ মিনিটের দিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে তৃতীয়ত: ভোর পাঁচটার দিকে মহানগরীর ভোগড়া পেয়ারা বাগান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এখানকার মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের সামনেই দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
























