
উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কোনাবাড়ীতে ট্রাফিক ব্যবস্হাপনা ও অপরাধ নিয়ন্ত্রণে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার কোনাবাড়ি থানার পুলিশ বক্সের সামনে উঠান বৈঠকে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. নাজমুল করিম খান।
কমিশনার মো.নাজমুল করিম খান বলেন, মাদক, ছিনতাইকারী, চাঁদাবাজ ও অসামাজিক কার্যকলাপে নিয়োজিত ব্যক্তিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। পুলিশের উপর জনগনের পূর্ন আস্হা ও বিশ্বাস ছাড়া ওই এলাকার অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করা কষ্টকর। পুলিশের উপর জনগনের আস্হা রাখা ও জনগণকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। ফুটপাতে হকার উচ্ছেদ ও মহাসড়কে ইজিবাইক নিয়ন্ত্রণে স্হানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
সচেতনতামূলক উঠান বৈঠকের পর তিনি কোনাবাড়ি ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করেন। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার মোহাম্মদ মহিউল ইসলাম সহ ডিএমপির উর্ধ্বতন কর্মকতাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।