গাজীপুরে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একাদশ মৃত্যুবার্ষিকী পালিত
মো.ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের নুহাশপল্লিতে জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের একাদশ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে । এ উপলক্ষে
কবর জিয়ারত, কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খানি, মিলাদ এবং এতিমখানার মাদরাসার ২৫০ শিক্ষার্থীর মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হয়। এসময় তার পরিবারের স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই পুত্র নিনিত ও নিষাদকে নিয়ে প্রয়াত লেখকের কবর জিয়ারত করা হয়। এসময় গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভিনসহ হুমায়ূন আহমেদের শুভানুধ্যায়ী ও ভক্তরা উপস্থিত ছিলেন। লেখকের আত্মার শান্তি কামনা করে দু’হাত তুলে তারা মোনাজাত করেন।
কবর জিয়ারত শেষে মেহের আফরোজ শাওন গণমাধ্যমকে হুমায়ূনের স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। দুই ছোট সন্তান অকালে পিতৃস্নেহ থেকে বঞ্চিত হয়েছে এ ব্যাপারটি তাকে ভীষণ কষ্টতাড়িত করে।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জম্মগ্রহণ করেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। তার বাবা ফয়েজুর রহমান ও মা আয়েশা ফয়েজ। ২০১২ সালে ১৯ জুলাই মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে মারা যান। পরে তাকে গাজীপুর সদরের পিরুজালীতে হুমায়ূন আহমেদের নিজ হাতে গড়া স্বপ্নের নুহাশপল্লির লিচু তলায় সমাহিত করা হয়।