
উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গী কেরানিরটেক বস্তি থেকে গাঁজা সহ মাদক সম্রাজ্ঞী নাজমা (৫০) নামে ১ জনকে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের গোয়েন্দা দক্ষিণ বিভাগের একটি দল গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবির একটি দল টঙ্গী পূর্ব থানার স্টেশন রোড় আমতলী কেরানিরটেক এলাকায় অভিযান পরিচালনা করে নাজমা নামে ১ জনকে ২ কেজি গাঁজা সহ গ্রেফতার করে।
জানা যায়, আমতলী কেরানিরটেক আদম আলীর বাড়িতে ভাড়াটিয়া রুমের ভিতরে শুক্রবার সন্ধ্যার সময় মাদক ব্যবসায়ী মাদক ক্রয় বিক্রয়ের জন্য অবস্হান করছে । এ সময় ডিবি পুলিশের একটি দল ঘটনাস্হলে গিয়ে নাজমাকে ২ কেজি গাঁজা সহ গ্রেফতার করে। ২ কেজি গাঁজার আনুমানিক মূল্য চল্লিশ হাজার টাকা। আটককৃত নাজমার বাড়ি গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার
ফকিরপাড়া কাপাসিয়া রোড এলাকার মৃত আব্দুল রহমানের মেয়ে তার স্বামীর নাম শাহজাহান। তিনি আমতলী কেরানিরটেক আদম আলীর বাড়ি ভাড়া থেকে মাদক ব্যবসা করতেন।
আঃ আলিম খান এসআই ( নিঃ)বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করেন। টঙ্গী পূর্ব থানার মামলা নং-৪৮,তাং-২৫/০৪/২৫ ইং, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১)এর ১৯(ক) রুজু হয়েছে।
উপ – পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলাম মাদক সহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।