
মোঃ জাকারিয়া হোসেন কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গাজায় চলমান গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ভুরুঙ্গামারীতে বি”ক্ষো”ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সকাল ১১.৩০ মিনিট ভূরুঙ্গামারী উপজেলার সর্বস্তরের জনগণ বাসস্ট্যান্ডে সমবেত হয়ে উপজেলার বিভিন্ন রাস্তায় প্রদক্ষিণ করেন।
বিক্ষোভে অংশ নেওয়া এ সময় বক্তারা বলেন, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের বেসামরিক মানুষ, বিশেষ করে শিশু ও নারীদের হত্যা করছে। ইসরায়েলি হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের পাশাপাশি নিজেদের ঘর থেকে বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ফিলিস্তিনি। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এগুলোকে প্রতিহত করতে হবে এবং ইসরাইলি সকল পণ্য বয়কট করতে হবে।
ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, সেখানে চলছে মানবিক বিপর্যয়। এমন পরিস্থিতিতে মুসলিম বিশ্বকে এক হয়ে মজলুম ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ইসরায়েলি বাহিনীকে রুখে দিতে হবে।
এখানে উপস্থিত ছিলেন, জনাব মোঃ আজিজুর রহমান সরকার স্বপন, মাওলানা ওমর ফারুক ফারুকী , মাওলানা মাহমুদুল হাসান কাসেমী, মাওলানা আশফাকুর রহমান জাওহারী, মাওলানা এস এম মনিরুজ্জামান,
মাহফুজুর ইসলাম কিরণ, রোকনুজ্জামান রোকন, ইয়াকুব রহমান শ্রাবণ, হাসান মাহমুদ জয়, ওয়াসি, আলামিন। আরো উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা সর্বসাধারণ বৃন্দ।