
পলাশ সাহা,নেত্রকোণা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণার দুর্গাপুরে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরায়েলি গণহত্যা ও মানবতাবিরোধী অগ্রাসনের বিরুদ্ধে সুসং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে দুর্গাপুর সুসং সরকারি কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক নিরঞ্জন দেবনাথ, সদস্য সচিব আলমগীর হোসেন,পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক হেলাল উদ্দিন, সদস্য সচিব নুরুজ্জামান জনি, কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল তালুকদার,সিনিয়র যুগ্ন আহ্বায়ক শাহিন আলম,কলেজ ছাত্রদলের সদস্য রুবেল হোসাইন,মামুন খান,আরিফ, সৈকত সহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী প্রমুখ।
ইসরাইল ফিলিস্তিনে যে গণহত্যা চালাচ্ছে তার বিপক্ষে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অবস্থান নিয়েছে। ফিলিস্তিনিদের উপর ইসরাইল যেভাবে বর্বর গণহত্যা চালিয়ে যাচ্ছে যা দেখে আমাদের হৃদয়ে রীতিমতো রক্তক্ষরণ হচ্ছে।
ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনে নারী, পুরুষ,শিশুদের নির্বিচারে হত্যা করছে আমরা জাতীয়তাবাদী সুসং সরকারি কলেজ ছাত্রদল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।