গাংনী(মেহেরপুর) প্রতিনিধি ।।
গাঁজা রাখার অপরাধে মীর মুকুল (৪৫) নামের এক মাদকসেবীকে এক মাসের কারাদÐ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মেহেরপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় আজ বুধবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালন করেন সহকারি কমিশনার (ভূমি) নাজমুল আলম।
দন্ডিত মীর মুকুল গাংনী ভিটাপাড়ার মীর মহসিন আলীর ছেলে। তাকে মেহেরপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে,
মেহেরপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে গাংনী সবজি বাজারের সামনে থেকে মীর মুকুলকে দুই পুরিয়া গাঁজাসহ আটক করতে সক্ষম হয়। এসময় গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল আলম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে এক মাসের কারাদন্ডাদেশ দেন। অভিযানে উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেহেরপুরের পরিদর্শক আব্দুল মান্নান, উপ পরিদর্শক খাসরু আলম মামুন, সহকারি উপ পরিদর্শক রুহুল আমিন ও জিএম শহিদুল ইসলাম।