
এম জালাল উদ্দীন, খুলনা:
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্য’কে সামনে রেখে জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫।
শনিবার(১ নভেম্বর) সকালে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য সমবায় শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমবায়ী সদস্য ও শিক্ষার্থীরা।
পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ ফিরোজ শাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান।
দিবসের প্রতিপাদ্যের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক মোঃ নূরুন্নবী।
স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার সৈয়দ জসীম উদ্দিন। এসময়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ মাসুদা পারভীন, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট নাজমুল হোসেন, সমবায়ী বিষ্ণুপদ রায় ও মোঃ মারুফ বিল্লাহ।
এসময় খুলনা বিভাগের ছয় জেলার মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত চারটি শ্রেষ্ঠ সমবায় সমিতি এবং দুইজন শ্রেষ্ঠ সমবায়ীকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
জেলা প্রশাসন, সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়নের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সমবায় আন্দোলনের মাধ্যমে টেকসই উন্নয়ন ও সামাজিক সাম্যের আহ্বান জানানো হয়।























