মোহাম্মদ কেফায়েত উল্লাহ
খাগড়াছড়ি থেকে।।
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার প্রধান সড়কে একটি গাড়িতে অগ্নি সংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার -২০ আগস্ট- রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার যৌথ খামার এলাকায় অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়- খাগড়াছড়ি জেলা সদর থেকে (ঢাকা মেট্রো ঘ -১৫.৭৬৩০- নাম্বারের একটি ভি আই পি গাড়ি গুইমারা বাজারের দিকে আসছিল। গাড়িটি গুইমারা উপজেলার যৌথ খামার এলাকায় পৌঁছালে ওৎ পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত বেশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। এ সময় গাড়িতে থাকা ড্রাইভারসহ দুই ব্যক্তি জীবন রক্ষার্থে পালিয়ে গেলে দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম জানান- গাড়িটিতে অগ্নি সংযোগের খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে যাই। গাড়িটির মালিকানা এখন পর্যন্ত সনাক্ত করা যায়নি। কারা ঘটনাটি ঘটিয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। গাড়িতে কারা ছিল তাদের কোন তথ্য পাওয়া যায়নি।