
বিশেষ প্রতিবেদক,
কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে এক মা ও তার দুই সন্তানকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটে। ঘটনার ৩৯ ঘণ্টা পর বাঙ্গরা বাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে রোকসানা বেগম (৫৩), তার ছেলে রাসেল মিয়া (৩৫) এবং মেয়ে তাসপিয়া আক্তার (২৯) নিহত হন। আরেক মেয়ে রুমা আক্তার (২৭) গুরুতর আহত অবস্থায় রয়েছেন।
স্থানীয়রা বলছেন, নিহতদের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ এনে তাদের বাড়িতে হামলা চালানো হয়।
নিহত রোকসানার বড় মেয়ে রিক্তা আক্তার শুক্রবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং রাতেই সেটি মামলা হিসেবে নেন পুলিশ।
সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই জনকে আটক করা হয়েছে। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, তদন্ত শেষে তাদের আদালতে পাঠানো হবে।