পিরোজপুর প্রতিনিধি।।
১৪ ই জানুয়ারি মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কুমিরমারা গ্রামের ঐতিহ্যবাহী কুমিরমারা বাইতুন নূর জামে মসজিদ ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে কুমিরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৫ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ওয়াজ মাহফিলে বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী মোঃ শাহিন ফকির এর সঞ্চালনায় এবং কুমিরমারা বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ আবু হানিফ ভৈরমপুরী’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আলহাজ্ব হযরত মাওলানা ডাঃ সিরাজুল ইসলাম সিরাজী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কারীমিয়া কেরাতুল কুরআন কওমি নুরানী মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা তাওহীদুল ইসলাম,বিশেষ বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন বাগেরহাট নুরুল্লাহপুর জামে মসজিদের খতিব হাফেজ মোঃ ফেরদৌস হাসান।
উক্ত ওয়াজ মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, পিরোজপুর পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ সারোয়ার হোসেন হাওলাদার,০৬ নং শারিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন বেপারী।
মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ মোস্তফা কামাল ফকির- মসজিদ কমিটির সাবেক সভাপতি মরহুম আব্দুল লতিফ শিকদারের ছোটপুত্র মোঃ শাহাদাত হোসেন মাসুম,বিশিষ্ট সমাজসেবক মিঠু ফকির সহ আরও অন্যান্য ওলামায়েকেরাম। উক্ত ওয়াজ মাহফিল পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুমিরমারা বাইতুন নূর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন হাওলাদার।
মাহফিলে বক্তারা দ্বীন ও ইসলাম নিয়ে পবিত্র কোরআনে কারীম থেকে বিভিন্ন আলোচনা পেশ করেন।
ওয়াজ নসিহত শেষে প্রধান বক্তা মাওলানা ডাঃমোঃ সিরাজুল ইসলাম সিরাজী আখেরি মোনাজাত করেন এবং মোনাজাতে অত্র এলাকার সকল মৃত ব্যক্তিদের জন্য দোয়া করেন এবং যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করেন।এছাড়াও তিনি দেশের উপর থেকে যাতে সকল প্রকার বালা-মুসিবত ও আন্তর্জাতিক চক্রান্ত দূর হয় সেজন্য দোয়া কামনা করেন।
তিনি এলাকার যুব সমাজকে এরকম সুন্দর একটি আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে মাহফিলের সমাপ্তি করেন।
উক্ত মাহফিলে কুমিরমারার তরুণ ও যুবসমাজ সার্বক্ষণিক সকল ধরনের সহযোগিতা করেন।