
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
কুড়িগ্রামে স্কুল শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর দুইদিনব্যাপী অনুপ্রেরণা বিষয়ক সেমিনার শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী রংপুর অঞ্চলের -৬৬ -পদাতিক ডিভিশনের একটি ইউনিট জেলার উলিপুর উপজেলা মিলনায়তনে অনুপ্রেরণা ও দিকনির্দেশনামূলক এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারের প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল আলম।
আয়োজকরা জানান, উলিপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৯ম ও ১০ম শ্রেণীতে অধ্যয়নরত প্রায় ৬শ শিক্ষার্থী সেমিনারে অংশ নেন। সেমিনারটির মেধাবী শিক্ষার্থীদের বাংলাদেশ আর্মিতে কমিশন্ড অফিসার হিসেবে যোগদানে উৎসাহিত করতে অনুপ্রেরণা ও নির্দেশনা দেয়ার জন্য আয়োজন করা হয়েছে।
৯ এপ্রিল সেমিনারের ২য় দিনে কুড়িগ্রাম সদর এবং উলিপুর উপজেলার ১২শ শিক্ষার্থী সেমিনারে অংশগ্রহণ করার কথা রয়েছে।