
সোহানুর রহমান বাপ্পি , ক্রাইম রিপোর্টার
কিশোরগঞ্জ, ২০ এপ্রিল: কিশোরগঞ্জে মুখে কালো কাপড় বেঁধে আওয়ামী লীগের ব্যানারে মিছিল করেছেন একদল যুবক। রোববার -২০ এপ্রিল- সকাল সাড়ে ৬টার দিকে জেলার বিভিন্ন স্থানে এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এ সময় অংশগ্রহণকারীদের মধ্যে কারও মুখ দেখা যাচ্ছিল না—তারা সবাই কালো কাপড় দিয়ে মুখ ঢেকে মিছিল করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান তাদের নিজ নিজ ফেসবুক আইডিতে এই মিছিলের ভিডিও প্রকাশ করেছেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আব্দুল্লাহ আল মামুন জানান, “সকালে বিন্নাটি এলাকায় এ ধরনের একটি মিছিলের খবর পেয়েছি। বিষয়টি আমরা তদন্ত করছি এবং সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।