
ইয়াসিন ইসলাম আপন, জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মালবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নয়জন আহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা সড়কের কোদালিয়া পেট্রোল পাম্পের কাছে এ ঘটনা ঘটে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।আহতদের কয়েকজনকে পুলিশের গাড়ি দিয়ে
এবং অন্যান্য যানবাহন দিয়ে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

























