
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে অর্ধ কোটি টাকার হেরোইনসহ আন্তঃজেলা মাদক পাচারকারী দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
শনিবার রাতে উপজেলার মৌচাক আমবাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গেফতারকৃত মহসিন (২৫) চাপাইনবাবগঞ্জ জেলার ,নাচোল উপজেলার,হাটবাকুল গ্রামের মোঃ খাইরুল ইসলামের ছেলে ও গ্রেফতাকৃত জামান হোসেন (৩৬) বরিশাল জেলার,মুলাদি উপজেলার,বাহাদুরপুর গ্রামের জালাল আহম্মদের ছেলে।
জানা যায়, গোপনে হেরোইন বেচাঁকেনার সংবাদ পেয়ে ওই দিন রাতে কালিয়াকৈর উপজেলার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার মৌচাক আমবাগান এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে আন্তঃজেলা মাদক পাঁচারকারী দলের ওই দুই সদস্যকে হাতে নাতে গ্রেফতার করে।
এসময় তাদের দেহ তল্লাশী করে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। থানায় মামলা হয়েছে। তাদের গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,উদ্ধারকৃত ৫০০ গ্রাম হেরোইনের আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা।


















